ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকট কাজের ধীরগতির মূল কারন -- সেতু সচিব
বি এ রায়হান, গাজীপুর: ঠিকাদারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে থাকার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ ধীরগতি চলছে বলে জানান সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শনিবার ১৯ জুন সকাল ১০টায় আসার কথা থাকলেও তিনি আসেন বেলা সাড়ে ১২টায়। যানজটের কথা স্বীকার করে তিনি গণমাধ্যমের কাছে বলেন বিকল্প সড়ক না থাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। অতি দ্রুত বিকল্প সড়ক ব্যবস্থা করে মহাসড়কের উন্নয়নের কাজ করতে হবে। পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার জন্য আহ্বান করব। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেয়েছেন জনদূর্ভোগ দ্রুত সময়ের মধ্যে নিরসন করে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। আগামী দুই দিনের মধ্যে সড়কের খানাখন্দ মেরামত সহ সব সমষ্যা সমাধানে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সাধারন নাগরিক হিসাবে আমরা চাই খানাখন্দে ভরা সড়ক দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হোক। এছাড়া নকশায় যে ভুল আছে তা সংশোধন করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হোক প্রয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানকে সবরকম সহয়তা করবে। এসময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোঃ ইলতুৎ মিশ, ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুর রহমান, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম প্রমূখ।